এতদ্বারা ন্যাশনাল আইডিয়াল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, ঢাকা শিক্ষা বোর্ডসহ সকল শিক্ষাবোর্ড কর্তৃক ২০২০ সালের মাধ্যমিক (SSC) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বোর্ড বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে কেউ উক্ত বৃত্তির জন্য মনোনীত হলে/বৃত্তি পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র ও গেজেটের কপি, সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে চালু করা যে কোন ব্যাংকের হিসাব নম্বরসহ এ সংক্রান্ত শিক্ষাভবনের একটি তথ্য ফরম পূরণ করে আগামী ০১/১১/২০২০ তারিখ রবিবারের মধ্যে অফিস কক্ষে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে। শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী বোর্ড বৃত্তির অর্থ নগদ প্রদানের পরিবর্তে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এ সংক্রান্ত কাগজপত্র জমা দেয়া না হলে বৃত্তির অর্থ প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

অধ্যক্ষ

Download Link