২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য করণীয়:
১. শিক্ষার্থী ও অভিভাবককে সরাসরি উপস্থিত থাকতে হবে।
২. এসএসসি/সমমান পরীক্ষার সকল কাগজের ২টি করে ফটোকপি। রেজি: কার্ড, প্রবেশপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট (ইন্টারনেট কপি চলবে না) ও প্রশংসাপত্র। কোন কাগজ সত্যায়িত প্রয়োজন নেই।আপাতত: একাডেমিক ট্রান্সক্রিপ্ট-এর ২টি ফটোকপি হলে চলবে।
৩. ভর্তি ফি: সরকার নির্ধারিত ৭,৫০০/- সাত হাজার পাঁঁচশত টাকা (সকল বিভাগ-এর জন্য প্রযোজ্য)। এর সাথে ০৩ মাসের টিউশন ফি।
৪. শিক্ষার্থীর ০৩ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
৫. ভর্তির তারিখ: ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ সেপ্টেম্বর/২০২০, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
৬. স্থান: বিজ্ঞান বিভাগ: ৫ নম্বর ভবন, ১২০-১২১/সি, খিলগাঁও, ঢাকা (রেলগেট জোড়পুকুর মাঠের বিপরীত রোডে একটু ভেতরে)
ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ: ১ নম্বর ভবন, ৭৩০/৫/১/সি, খিলগাঁও, ঢাকা (তালতলা মার্কেটের বিপরীতে)
৭. কোভিড-১৯ এর কারণে ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীর সাথে যোগাযোগের জন্য প্রত্যেক শিক্ষার্থীর আলাদা মোবাইল নম্বর থাকতে হবে।