About NIC
কলেজ পরিচিতি:
ন্যাশনাল আইডিয়াল কলেজ (কলেজ কোড-১০৪৮, EIIN-১৩২০৭৮) বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একটি ব্যতিক্রমধর্মী আদর্শ কলেজ। বাংলাদেশের রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ খিলগাঁও এলাকায় ২০০১ সালে আইডিয়াল ফাউন্ডেশন কর্তৃক কলেজটি প্রতিষ্ঠিত হয়। সুযোগ্য পরিচালনা পর্ষদের অধীনে সুশৃঙ্খল পরিবেশসমৃদ্ধ একাধিক ভবনে ন্যাশনাল আইডিয়াল কলেজের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন জনাব মো. মাকছুদ উদ্দিন। সুষ্ঠু পরিচালনা ও নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকামন্ডলীর নিষ্ঠা ও ত্যাগের ফলে ইতোমধ্যেই কলেজটি সর্বমহলে পরিচিতি লাভ করেছে। অত্যাধুনিক পাঠদানপদ্ধতি, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, সুপরিসর ক্লাসরুম, ছাত্র-ছাত্রীদের পৃথক ক্লাসের ব্যবস্থা এবং কর্তৃপক্ষের সুদক্ষ পরিচালনায় কলেজটি উত্তরোত্তর সাফল্য অর্জন করে চলেছে।
Users Today : 42
Users Yesterday : 38
Users Last 7 days : 295
Users This Month : 661
Views Last 30 days : 2229
Views This Year : 7431
Who's Online : 0