.
Previous
Next

About Us

ন্যাশনাল আইডিয়াল কলেজ (কলেজ কোড-১০৪৮, EIIN-১৩২০৭৮) বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একটি ব্যতিক্রমধর্মী আদর্শ কলেজ। বাংলাদেশের রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ খিলগাঁও এলাকায় ২০০১ সালে আইডিয়াল ফাউন্ডেশন কর্তৃক কলেজটি প্রতিষ্ঠিত হয়। সুযোগ্য পরিচালনা পর্ষদের অধীনে সুশৃঙ্খল পরিবেশসমৃদ্ধ একাধিক ভবনে ন্যাশনাল আইডিয়াল কলেজের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন জনাব মো. মাকছুদ উদ্দিন। সুষ্ঠু পরিচালনা ও নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকামন্ডলীর নিষ্ঠা ও ত্যাগের ফলে ইতোমধ্যেই কলেজটি সর্বমহলে পরিচিতি লাভ করেছে। অত্যাধুনিক পাঠদানপদ্ধতি, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, সুপরিসর ক্লাসরুম, ছাত্র-ছাত্রীদের পৃথক ক্লাসের ব্যবস্থা এবং কর্তৃপক্ষের সুদক্ষ পরিচালনায় কলেজটি উত্তরোত্তর সাফল্য লাভ করে চলেছে।

Message from Principal​

Md. Maksud Uddin

পৃথিবী নামক ভূখন্ডের প্রত্যেক প্রাণীই জন্ম-মৃত্যুর অধীন। সমস্ত প্রাণীর মধ্যে মানুষকেই আল্লাহপাক করেছেন সর্বশ্রেষ্ঠ। মানুষকেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্রষ্টার অনুশাসনাধীন থাকতে হয়। নিজেকে জানা, স্রষ্টাকে জানা, সর্বোপরি জীবন ও জগতকে জানার জন্য প্রত্যেকটি মানুষের শিক্ষা গ্রহণ অপরিহার্য। শিক্ষা মানুষের শারীরিক, মানসিক, আত্মিক ও পারিপার্শ্বিক সমন্বয় সাধন করে থাকে।
মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখে। এ শিক্ষা কখনো আত্ম উপলব্ধিজাত, কখনো পর্যবেক্ষণগত অভিজ্ঞতা ও কখনোবা প্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক শিক্ষাই মানুষের জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় মূলত প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রদান করার রীতি প্রচলিত। ন্যাশনাল আইডিয়াল কলেজ এ প্রচলিত রীতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে থাকে।

Latest Notice

Infrastructure of National Ideal College​

120459264_2923572857913936_7031493409415714732_o

News & Events

Achievements

Six Place among Top 20 college

  First Top 10 College in Bangladesh Rajuk Uttara Model College scored the highest 98.04 points under the ranking system of the inter-education board standard –

Read More »