ভর্তির নিয়মাবলিঃ

  • কলেজ অফিস হতে প্রদত্ত বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্দিষ্ট তারিখ ও সময় অনুসারে কলেজ অফিসে উপস্থিত থেকে ভর্তি ফরম পূরণ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থী ও পিতা- মাতা উভয়কে উপস্থিত থাকতে হয়।
  • ভর্তির অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীকে ভর্তিকালীন প্রদেয় ফিস সমূহ পরিশোধপূর্বক নিম্নলিখিত প্রমাণ-পত্রাদি দাখিল করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
    • এস.এস.সি/সমমানের পরীক্ষা পাসের একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূলকপি ও উহার ২টি ফটোকপি।
    • সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি।
    • প্রবেশপত্র, রেজিঃকার্ড ও প্রশংসা পত্রের ২টি করে ফটোকপি।

ভর্তির সময় এককালীন প্রদেয় ফিসমূহঃ

বিভাগ

বিষয়সমূহ

ভর্তি ও অন্যান্য ফি (মোট প্রদেয় টাকা)

বিজ্ঞান

বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান

৭,৫০০/-

ব্যবসায় শিক্ষা

বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন

৭,৫০০/-

মানবিক

বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থনীতি,পৌরনীতি ও সুশাসন, সমাজকর্ম, ইসলাম শিক্ষা/ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

৭,৫০০/-

দ্বিতীয় বর্ষে ভর্তির সময় এককালীন প্রদেয় ফি

উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে  প্রমোশন লাভের পর দ্বিতীয় বর্ষে ভর্তির সাথে এককালীন প্রদেয় ফি বাবদ ১৫,০০০/-(পনেরো হাজার টাকা)  ‘সেশন ফি ‘ হিসেবে জমা দিতে হবে ।

মাসিক বেতন

বিজ্ঞান

২,৫০০/- (দুই হাজার পাঁচশত টাকা)

ব্যবসায় শিক্ষা

২,১০০/- (দুই হাজার একশত টাকা)

মানবিক

১,৮০০/- (এক হাজার আটশত টাকা)

মাসিক বেতন পরিশোধের নিয়ম

প্রতি তিন মাসের বেতন অগ্রিম প্রদান করতে হবে। বেতন পরিশোধের তারিখ নোটিসের মাধ্যমে শিক্ষার্থীকে জানিয়ে দেয়া হবে। নির্ধারিত তারিখের মধ্যে বেতন পরিশোধে ব্যর্থ হলে পরবর্তী বেতন পরিশোধের তারিখে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা জরিমানাসহ বেতন পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে ব্যর্থ হলে হাজিরা খাতা থেকে নাম কাটা যাবে। পুনরায় হাজিরা খাতায় নাম তুলতে হলে এক মাসের বেতনের সমান জরিমানা প্রদান করতে হবে। উল্লেখ্য যে, কেউ ইচ্ছা করলে প্রতি মাসে বেতন পরিশোধ করতে পারবে। এ জন্য শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার ১০ দিনের মধ্যে দরখাস্ত জমা দিয়ে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

পরীক্ষার ফি

  • (CT+MT+প্রতি পর্ব) পরীক্ষার ফি ১,৫০০/-(এক হাজার পাঁচশত )  টাকা।
  • নির্বাচনি পরীক্ষার পর সংশোধনী ক্লাস, আংশিক যাচাই পরীক্ষা ও চূড়ান্ত যাচাই পরীক্ষা ফি ৬,০০০/-( ছয় হাজার ) টাকা।

ল্যাব ফি

ভর্তির দুই মাস পর ল্যাব ফি  ৪,০০০/-(চার হাজার টাকা)   জমা দিতে হবে । (বিজ্ঞান বিভাগের জন্য প্রযোজ্য) ।